rockland bd

হাফিজ ইব্রাহিমের রিভিউ পিটিশন খারিজ

0

অবৈধ সম্পদ অর্জনের মামলায় আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিস কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বুধবার এ আদেশ দেন। এর আগে গত বছরের ২৪ আগস্ট আপিল বিভাগ অবৈধ সম্পদ অর্জনের মামলার সাজার রায়ের বিরুদ্ধে হাফিজ ইব্রাহিমের করা আপিল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নিষ্পতির নির্দেশ দেয়।

গত বছরের ২৪ আগস্ট আপিল বিভাগ এ নির্দেশ দিয়েছিল। আপিল বিভাগের এ আদেশ পুনর্বিবেচনা চেয়ে রিভিউ করেন হাফিজ ইব্রাহিম।

তার পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং দদুকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের মামলায় ২০০৮ সালের ১৯ জুন হাফিজ ইব্রাহিমেক ১৩ বছরের সাজা দেয় বিশেশ জজ আদালত

Comments are closed.