rockland bd

ভারতীয়দের ভরসা মোদিতেই

0


নয়াদিল্লি, ২৩ মে (এনডিটিভি/বাংলাটুডে) :
ভারতের লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বড় জয়ের পথে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ভারতের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়, যা সন্ধ্যার মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে বুথ ফেরত জরিপগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন জোটের বিজয়ের আভাস দিয়েছিল। ভোট গণনা শুরু হওয়ার পর মোদির বিজেপির বিপুল ব্যবধানে এগিয়ে থাকার খবর পাওয়া যায়।
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টি আসনের জন্য সাতটি ধাপে দীর্ঘ ছয় সপ্তাহব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সরকার গঠন করার জন্য কোনো দল বা জোটকে ২৭২টি আসন পেতে হবে।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, ৩২৫টি আসনে এগিয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এর মধ্যে বিজেপি একাই ২৭৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস জোট ইউপিএ ৮৭টি আসনে এগিয়ে রয়েছে।
গত ১১ এপ্রিল শুরু হয়ে গত ১৯ মে শেষ হয় ভোটগ্রহণ। ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে এবার ভোটার সংখ্যা ছিল প্রায় ৯০ কোটি।
২০১৪ সালের জাতীয় নির্বাচনে নরেন্দ্র মোদির দল ঐতিহাসিক বিজয় লাভ করেছিল। গত নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক জোট (এনডিএ) পেয়েছিল ৩৩৬টি আসন। যার মধ্যে ২৮২টি আসন জিতে নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। কংগ্রেস জিতেছিল মাত্র ৪৪টি আসনে।

আমিন/২৩মে/২০১৯

Comments are closed.