rockland bd

খালেদা জিয়ার জরুরি সংবাদ সম্মেলন বিকালে

0

দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার বিকাল সাড়ে চারটায় রাজধানীর গুলশানে তার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

জানা গেছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সমপ্রতি বিএনপির নতুন জাতীয় স্থায়ী কমিটি এবং গত রবিবার বিশ দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন।

এসব বৈঠকে রামপালে বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচির ব্যাপারে আলোচনা হয়। এ ছাড়া বিএনপির তৃণমূলকে পুনর্গঠনের লক্ষ্যে আলোচনা হয়।

Comments are closed.