rockland bd

যশোরে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা ও কর্মশালা অনুষ্ঠিত

0


সোহেল রানা, যশোর প্রতিনিধি (বাংলাটুডে) :
‌‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” শ্লোগানকে সামনে রেখে বহুখাত ভিত্তিক অংশগ্রহণ ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে শার্শা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা ও কমিটির কার্য পরিধির বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলা প্রশাসনিক ভবনের সভা কক্ষে মঙ্গলবার সকাল ১০টায় পৃথক দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি পুলক কুমার মন্ডল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা কমিটির সদস্য সচিব ডাঃ অশোক কুমার সাহা, যশোর জেলা সিডিএম অফিসার কাজী আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, জেলা পরিষদ সদস্য ও শিক্ষক প্রতিনিধি অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ আঃ রব, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, উপজেলা প্রকৌশলী ও জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম শরীফ, কায়বা ইউনিয়ন চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মদ টিংকু,বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান, নিজামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম, আদদ্বীনের এস এম তারিক আজিজ,ব্রাক প্রতিনিধি অন্জনা রানী দত্ত সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও পুষ্টি কমিটির কর্মকতাগণ।
সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন মাল্টি সেক্টোরাল নিউট্রিশিয়ান প্রজেক্ট কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল অফিসার আরিফুর রহমান বাপ্পী। এরপর বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশের পুষ্টি পরিস্হিতি ও লক্ষমাত্রা, উচ্চতা ও বয়স অনুপাতে শিশুর পুষ্টির অবস্হা,পুষ্টির উন্নয়নে বহুখাতের অংশগ্রহণ নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি ও উদ্দোগ, বিভিন্ন পর্যায়ে মাল্টি সেক্টোরাল কমিটি গঠন সহ পুষ্টি সংক্রান্ত বিষয়ে নানা দিক নির্দেশনা মূলক বিষয়াদি আলোকপাত করা হয়।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‍‍‌‍‍‍‌‌‌‍‍‍‍‍‍‌‍‌‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

আমিন/১৪মে/২০১‌৯

Comments are closed.