rockland bd

হিরানির ছবিতে রণবীরের বাবা আমির !

0

রাজকুমার হিরানির পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিক ‘দত্ত’তে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর। এই ছবিতে রণবীরের বাবার চরিত্রে কে অভিনয় করবেন তাই নিয়ে এতদিন ধোঁয়াশা তৈরি হয়েছিল। এখন শোনা যাচ্ছে, এই চরিত্রের জন্য পরিচালক আমির খানকেই বেছে নিতে চলেছেন।

ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, হিরানি রণবীরের বাবার চরিত্রে অভিনয়ের জন্য মিস্টার পারফেকশনিস্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমির খানকে এই চরিত্রটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি।

রাজকুমার হিরানির মতে, এই চরিত্রে অভিনয় করার জন্য যে দক্ষতার প্রয়োজন তা একমাত্র আমিরের মধ্যেই আছে।

আমির এই চরিত্রটিতে অভিনয় করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে শেষ পর্যন্ত যদি আমির রাজি হয়ে যান তাহলে রণবীর-আমির জুটিকে একসঙ্গে অভিনয় করতে দেখার সুযোগ পাবেন দর্শকরা।

হিরানি এবং সঞ্জয় দত্ত বহু দিনের পুরনো বন্ধু। এর আগে রাজকুমার হিরানির পরিচালনায় ‘মুন্নাভাই এমবিবিএস’ ও ‘লাগে রহো মুন্নাভাই’ ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত।

অভিনেতা সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবনে নানা উত্থানপতন আছে। এসব নিয়ে ‘দত্ত’ ছবিটি তৈরি করতে চলেছেন হিরানি।

Comments are closed.