rockland bd

‘একদল যুবক ঢুকছে আর বের হচ্ছে, আমরা লাইনে দাঁড়িয়েই আছি’

0

নিজস্ব প্রতিবেদন


কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন সরওয়ার।


বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কিছু বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণের একঘণ্টা পরপরই কিছু বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে।
নগরীর প্রায় ১০টি বেশি কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রের সামনে শত শত যুবক নৌকার ব্যাজ পরে ঘোরা ফেরা করলেও ধানের শীষের কাউকে দেখা যাচ্ছে না। এরা অবাধে কেন্দ্রের ভিতরে ঢুকছে আর বের হচ্ছে। আর নারী পুরুষ সব লাইনে দাঁড়িয়ে আছে ভোট দেবার অপেক্ষায়।
বরিশালের কাশিপুরের ইছাকাঠি কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন গৃহবধু শারমিন আক্তার। কিন্তু তাকে শুধু কাউন্সিল পদে ভোট দিতে দেওয়া হয়েছে। তাকে জানানো হয়েছে- এখন দুই কাউন্সিল পদে ভোট দিতে আর দুপুরের পর মেয়র পদে ভোট দেবেন।
২নং ওয়ার্ডে মোতালেব মিয়া বলেন, সকাল ৭টা থেকে লাইনে দাড়িয়ে আছি। এখন পৌনে নয়টা বাজে। লাইনের ২/১ জন ঢুকছে ১৫/২০ মিনিট পরপর। অথচ ভিতরে একদল যুবক ঢুকছে আর বের হচ্ছে। পুলিশও কিছু বলছে না। আর আমরা লাইনে দাঁড়িয়েই আছি।

বাংলাটুডে২৪/আর এইচ

Comments are closed.