rockland bd

সালমানের বিরুদ্ধে সাংবাদিকের ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ

0


মুম্বাই, ২৬ এপ্রিল ২০১৯ (বাংলাটুডে) :
বলিউড স্টার সালমান খানের বিরুদ্ধে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ এনেছেন এক সাংবাদিক।
অশোক পান্ডে নামে ওই সাংবাদিককে সালমানের বিরুদ্ধে এ অভিযোগ এনে থানায় জিডি করেছেন।
অভিযোগকারী সাংবাদিক বলেন, সালমানের ভিডিও ধারণ করার সময় তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেন অভিনেতা।
অশোক পান্ডে বলেন, তিনি তার ক্যামেরাম্যানসহ কান্ডিভ্যালি যাচ্ছিলেন। পথিমধ্যে সালমানকে খানকে বাইসাইকেল চালানো দেখে থেমে যান। সালমানের দেহরক্ষীর কাছে অনুমতি নিয়ে তিনি ভিডিও করা শুরু করেন। কিন্তু হঠাৎ সালমান এসে তার মোবাইল ফোনটি কেড়ে নেয়।
সালমানকে সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তিনি থামেননি। ফোনটি নিয়ে তিনি চলে যান। সূত্র : বলিউড বাবল

আমিন/২৬এপ্রিল/২০১৯

Comments are closed.