ইউএনবি, রাজশাহী
রাজশাহীতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে খুন হলেন বড় ভাই। মঙ্গলবার শহরের রামচন্দ্রপুরের চন্দ্রিমা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, এলাকার নামাজি মন্ডলের ছেলে মুল্লুক চাঁন মন্ডল (৪৪)।
চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবির বলেন, গতকাল সন্ধ্যার দিকে পারিবারিক বিষয়ে ছোট ভাই জাহাঙ্গীর মন্ডলের সাথে মুল্লুক চাঁনের ঝগড়া হয়। এ সময় জাহাঙ্গীর উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ভাইকে আঘাত করলে ঘটনাস্থলেই মুল্লুকের মৃত্যু হয়।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠায়।
বাংলাটুডে২৪/আর এইচ