rockland bd

মানিকছড়ি প্রেসক্লাবে সেনাজোনের এলইডি টিভি প্রদান

0
সোহাগ মজুমদার, খাগড়াছড়ি প্রতিনিধি :

বাংলা নববর্ষ উপলক্ষে সাংবাদিকদের সাথে সিন্দুকছড়ি জোন অধিনায়কের শুভেচ্ছা বিনিময়। ১৫ এপ্রিল সকাল ১০টায় জোন অধিনায়ক লে.কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,পিএসসি,জি এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন মানিকছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় জোন অধিনায়ক প্রেস ক্লাবের জন্য একটি ৪২ ইঞ্চি এলইডি টিভি প্রদান করেন।
 উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মো.তৌহিদ সালাউদ্দীন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান,সদস্য মো. ইসমাঈল হোসেন,মো.জাকির হোসেন, মাই.টিভি’র জেলা প্রতিনিধি এইচ.এম.আলমগীর হোসেন প্রমূখ।

শুভেচ্ছা বিনিময়কালে জোন অধিনায়ক বলেন, এ অঞ্চলের কৃষ্টিকালচার,ইতিহাস-ঐতিহ্য জাতির সামনে তুলে ধরার মধ্য দিয়ে দেশ অসাম্প্রাদায়িক চেতনায় এবং সম্প্রীতির বন্ধনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ আরো সুদৃঢ় করে এগিয়ে যেতে প্রধান অতিথি সাংবাদিকদের পরামর্শ প্রদান করেন। পরে তিনি ক্লাবে বিনোদনের জন্য একটি ৪২ ইঞ্চি এলইডি টিভি প্রদান করেন।

লিখন/বাংলা টুডে

Comments are closed.