অনলাইন ডেস্ক ঃ
রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনটি এখন তাদের পর্যবেক্ষণে রয়েছে। মঙ্গলবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, এখন আর আগুন নেই। ভবনটি আমরা পর্যবেক্ষণে রেখেছি। সবকিছু ঠিকঠাক মনে হলে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এর আগে রবিবার বেলা ১১টার দিকে বসুন্ধরা শপিং মলের লেভেল সিক্সের সি ব্লকের একটি জুতার দোকানে আগুন লাগে। এরপর সেই আগুন বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। ১০ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে সোমবারও ঐ ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে প্রতিটি দোকানের শাটার ভেঙে ‘সুপ্ত আগুন’ নেভানোর কাজ (ডাম্পিং) করা হয়।