rockland bd

নাটোরে ৩ জেএমবি সদস্য আটক

0

ইউএনবির প্রতিবেদন


আটককৃত জেএমবির তিন সদস্য।


নাটোরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। বুধবার রাতে সদর উপজেলার রুইয়েরভাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সংগঠনের বেশকিছু বই উদ্ধার করে র‌্যাব।

আটক তিনজন হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০), বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামের আমির হোসেনের ছেলে আমজাদ হোসেন (৪২) ও লালপুর উপজেলার চৌধুডাঙ্গা গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে জহির উদ্দিন (৪০)।

র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, নিষিদ্ধ জেএমবির কিছু সদস্য রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁসহ বিভিন্ন এলাকায় সংগঠনের প্রচার কাজ চালাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাবের গোয়েন্দা বিভাগের সদস্যদের একটি দল সদর উপজেলার রুইয়েরভাগ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে গোপন মিটিং করার সময় জাহিদুল, আমজাদ ও জহির উদ্দিন নামে জেএমবির ওই তিন সদস্যকে আটক করা হয়। এ সময় আরও অন্তত ১০-১২ জন পালিয়ে যায়।

বাংলাটুডে২৪/আর এইচ

Comments are closed.