rockland bd

নেত্রকোনায় বাংলা শুভ নববর্ষ উদযাপিত

0


নেত্রকোনা প্রতিনিধি (বাংলাটুডে) :
বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোনায় বাংলা শুভ নববর্ষ পালিত হচ্ছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল সকালে রাখিবন্ধন ও মঙ্গল শোভাযাত্রা বের হয়।
দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ জেলার সরকারী বেসরকারী বিভিন্ন সংগঠন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে জেলা পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খলিলুর রহমান শেখ/ এবিএস

Comments are closed.