rockland bd

মধুখালীতে বায়তুত তারহীব জামে মসজিদের উদ্বোধন

0


শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি (বাংলাটুডে) :
ফরিদপুরের মধুখালীতে জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত বায়তুত তারহীব জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শাক্রবার দুপুরে উপজেলার পৌর সদরের পশ্চিম গোন্দারদিয়া গ্রামে অবস্থিত বায়তুত তারহীব জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডাঃ মাহাবুব আল করিমের সভাপতিত্বে ও মওলানা মোঃ হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মসজিদের নাম ফলক উন্মোচন করেন জাহেদী ফাউন্ডেশনের চেয়াম্যান আলহাজ্ব মোঃ জাহিদ হোসেন মুসা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব নাসের শাহরিয়ার জাহেদী, মসজিদের জমি দাতা মোঃ আব্দুল গফ্ফার মোল্যা, জাহেদী ফাউন্ডেশনের সংগঠক তবিবুর রহমান লাভু ও মধুখালী পৌর কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন প্রমুখ।
মসজিদ উদ্বোধন শেষে অতিথিসহ শত শত স্থানীয় মুসুল্লি জুমার নামাজ আদায় করেন।

আমিন/১৩এপ্রিল/২০১৯

Comments are closed.