বিদেশ, আল জাজিরা

যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ও পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।
পুতিন বলেন, দুই পরাশক্তির মধ্যে উত্তেজনার আর কোন কারন থাকতে পারে না।
ফিনল্যান্ডের হেলসিংকিতে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বানিজ্য, সামরিক ও চীন ইস্যুসহ আরো অনেক বিষয়ে আলোচনা করেন।
পুতিন বলেন, দুই দেশের মধ্যে বাধা সৃষ্টিকারী আর কোন বস্তুনিষ্ঠ কারন নেই। স্নায়ুযুদ্ধ এখন একটি অতীত বিষয়। বিশ্ব পরিস্থিতি এখন ব্যাপকভাবে বদলে গেছে।
এর আগে ট্রাম্প দুই দেশের মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্রের অতীত নীতিকেই দোষারোপ করেন।
সংবাদ সম্মেলনে ‘ব্যাপক ফলপ্রসূ’ বৈঠকের প্রশংসা করে রাশিয়ার সঙ্গে উত্তেজনার বদলে দেশটির সঙ্গে অব্যাহত কূটনৈতিক সম্পর্কের প্রয়োজনীয়তার ওপর জোর দেন ট্রাম্প।
তিনি বলেন, আমাদের সম্পর্ক কখনোই এতোটা খারাপ ছিল না। তবে চার ঘণ্টার আগে এর পরিবর্তন হয়েছে।
দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি নিয়ে সরাসরি আলোচনার প্রয়োজন ছিল এবং সেটাই করা হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়ায় রাশিয়া ইতোপূর্বে কখনও হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতেও এমন কোনও পরিকল্পনা নেই।
বাংলাটুডে২৪/আর এইচ