rockland bd

পানি খাতে সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণের দাবীতে ফরিদপুরে মানববন্ধন

0

কে এম রুবেল, ফরিদপুর প্রতিনিধি (বাংলাটুডে) :
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুর বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে রবিবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কর্মসুচির আয়োজন করে।

এবারের বিশ্ব পানি দিবসে টিআইবি “সকলের জন্য সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতে চাই পানি খাতে সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ” শ্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে পানি সরবরাহ ও জলাধার সংরক্ষণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণের মাধ্যমে সুশাসন নিশ্চিতের দাবিতে এই মানব বন্ধন কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টার দিকে সনাক ফরিদপুরের সভাপতি রমেন্দ্র নাথ রায় কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচিতে সনাকের সহ-সভাপতিদ্বয়, সদস্যবৃন্দ, টিআইবি’র কর্মকর্তাবৃন্দ ,স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আমিন/২৫মার্চ/২০১৯

Comments are closed.