rockland bd

বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে মধুখালীতে র‌্যালী ও আলোচনা সভা

0


শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি, বাংলাটুডে :
‘‘এইখনই সময় অঙ্গীকার করার,যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার’’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ডেমিয়েন ফাউন্ডেশনের সৌজন্যে ও জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের আয়োজনে ফরিদপরের মধুখালীতে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালী বের হয়ে পৌর সদরের ঢাকা-খুলনা মহা সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে শেষ হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খালিদ আহমদ সাইফুল্লাহ ও শাহ জাহাঙ্গীর আলমের স ালনায় আলোচনায় বক্তব্য রাখেন আবাসিক চিকিৎসক ডা: কবির সরদার, ডা: সাইফুল আলম, ডা: মো: জালাল উদ্দিন, ডা: তমাল কুমার দাস, মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল,ব্রাকের মাঠ সংগঠক মো. রেজওয়ন ইসলাম,চেতনা ফাউন্ডেশনের মধুখালী শাখা ব্যবস্থাপক মো:সাজ্জাত হোসেন,সূর্য্যরে হাসি ক্লিনিকের মধুখালী শাখ ব্যবস্থাপক মো: মিরাজুল ইসলামসহ প্রমুখ।
বক্তারা যক্ষা রোগী সনাক্ত ও নির্মুলের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন।

আমিন/২৪মার্চ/২০১৯

Comments are closed.