ইউএনবির প্রতিবেদন

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়ীতে আজ রবিবার শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তিনি বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
রাজনাথ সিং বলেন, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় বঙ্গবন্ধুর অবদার সবসময় স্মরণীয় হয়ে থাকবে। বঙ্গবন্ধুর বাড়ী পরিদর্শন করতে পেরে আমি আবেগপীড়িত হয়েছি।
এরপর সকাল ১০ টায় বিশেষ প্রার্থণা অনুষ্ঠানে যোগদিতে রাজধানীর ঢাকেশ্বরি মন্দিরের উদ্দেশ্য যান তিনি। প্রার্থনা শেষে সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং রাজনাথ সিং সচিবালয়ে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন। সূত্র: ইউএনবি
বাংলাটুডে২৪/আর এইচ