rockland bd

ফরিদপুরে সাধু মেলার নামে অশ্লিলতা বন্ধের দাবিতে আলেমদের মানববন্ধন

0

কে এম রুবেল, ফরিদপুর প্রতিনিধি (বাংলাটুডে) :

ফরিদপুর সদর উপজেলার বিষ্ণপুর বিসমিল্লাহ জামে মসজিদের পাশে চন্ডিপুরের ফকির আবুল সরকারের সাধুর মেলা নামে কুরআন-হাদিসের অপব্যাখ্যা ও মদ, গাজা, ইয়াবা, ফেনসিডিলসহ নেশাজাত দ্রব্য সেবন ও নারীদের সাথে প্রকাশ্যে অশ্লিলতা বন্ধের দাবিতে সচেতন এলাকাবাসী ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মানববন্ধন করেছে।
সোমবার সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা। এতে বক্তব্য রাখেন, হাফেজ মাও: শামচুল হক, মুফতি মোস্তফা কামাল, মাও: আ: করীম, হাফেজ আ. রহীম, হাফেজ মিজানুর রহমানসহ স্থানীয় এলাকাবাসী।

আমিন/১৯মার্চ/২০১৯

Comments are closed.