খেলা, এক্সপ্রেস ট্রিবিউন
দুর্ঘটনায় মারা গেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব উঠেছিল।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক।
বুধবার পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ওঠে, দুর্ঘটনায় সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক মারা গেছেন। খবরটি মুহূর্তেই চাঞ্চল্যের সৃষ্টি করে। নিশ্চিত হতে তাঁর ভক্তরা উপযুক্ত প্রমাণও পাচ্ছিলেন না। স্বয়ং রাজ্জাকই তাঁদের নিষ্কৃতি দিয়েছেন এই উৎকণ্ঠা থেকে। টুইটারে রাজ্জাক জানিয়েছেন, তিনি সুস্থ ও সবল আছেন। মৃত্যুর খবরটা গুজব ছিল।
টুইটারে এক ভিডিও বার্তায় নিজের সুস্থতার খবর জানিয়েছেন রাজ্জাক, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে প্রচার করা হয় যে আমি দুর্ঘটনায় মারা গেছি। এমন খবরের কোনো সত্যতা নেই, কারণ আমি জীবিত এবং সুস্থ আছি।’ তিনি আরও বলেছেন, ঘটনার সত্যতা বিচার না করে ভুয়া খবর প্রচার থেকে বিরত থাকা উচিত আমাদের।
পাকিস্তানের হয়ে ১৯৯৬ সালে ওয়ানডেতে আর ১৯৯৯ সালে টেস্টে অভিষেক হয় এই অল-রাউন্ডারের। ১৭ বছরের ক্যারিয়ারে ওয়ানডে খেলেছেন ২৬৫ টি, টেস্ট ৪৬টি এবং ৩২টি টি টোয়েন্টি।
বাংলাটুডে২৪/আর এইচ