rockland bd

গুরুদাসপুরে ৬শ’ চাষীকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

0

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি (বাংলাটুডে) :

নাটোরের গুরুদাসপুরে চলতি খরিফ মৌসুমে তিল ও মুগ চাষের জন্য ৬শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে ওই বীজ ও সার বিতরণ করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫শ’ জন মুগ চাষীর মধ্যে জনপ্রতি ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার এবং ১শ’ জন তিল চাষীর মধ্যে ১ কেজি তিলবীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর এক আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম।

রাশেদ/১৪মার্চ/২০১৯

Comments are closed.