rockland bd

লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু

0

ইসমাইল হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধি (বাংলাটুডে) :

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত শিক্ষার ভিত্তি’- এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে সাতদিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৩ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষা সপ্তাহ’র উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল।

এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া, নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. খবিরুল আহসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ, সহকারী শিক্ষা কর্তকর্তা মোছাদ্দেক হোসেন, মাহবুবুর রহমান প্রমূখ।
এছাড়াও জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা সপ্তাহে উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ জানান, কোমলমতি শিশু শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষার নিশ্চিত করতেই এ শিক্ষা সপ্তাহের আয়োজন করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা সপ্তাহ চলবে আগামী বুধবার পর্যন্ত। এ ৭দিন জেলার প্রাথমিক বিদ্যালয় গুলোসহ বিভিন্ন স্থানে চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

হাসান/বিটু

Comments are closed.