খেলা, ইউএনবি

টি২০ ফরম্যাটে সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন রোহিত শর্মা।
রোহিত শর্মার অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করে টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে ভারত। এ জয়ের ফলে তিন ম্যাচ সিরিজ ২-১ এ জিতে নিল বিরাট বাহিনী।
৯ উইকেটে ইংল্যান্ডের গড়া ১৯৮ রানের পাহাড় আট বল হাতে রেখেই মাত্র ৩ উকেটের খরচায় টপকে যায় ভারত। বিরাট কোহলি ৪৩ রানে জর্ডানের হাতে কট এন্ড বোল্ড হলেও হার্ডিক পান্ডিয়া ৩৩ রানে অপরাজিত থাকেন। লং অন দিয়ে ছয় মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি।
এর আগে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। ইনিংসের শুরুটা হয়েছিলো বেশ ভালো। সাতটি ছয়ে জেসন রয় ৩১ বলে করেন ৬৭ রান আর জস বাটলার করেন ২১ বলে ৩৪। উদ্বোধনী এ জুটি বিচ্ছিন্ন হওয়ার আগে স্কোরবোর্ডে ৯৪ রান যোগ করেন। সিদ্ধার্থ কাউলের বলে বোল্ড হন বাটলার। ৩৫ রানের খরচায় ২ উইকেট নেন তিনি।
বাটলার আউট হওয়ার পর দ্রুত ফিরে যান জেসন রয়। দিপক চাহারের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন পান্ডিয়া। তিনি ৩৮ রান দিয়ে ৪ উইকেট দখল করেন।
১৯৪ রান তাড়া করতে ব্যাটিংয়ে নেমে তান্ডব চালান রোহিত শর্মা। ৫ ছয় ও ১১ চারের বিনিময়ে মাত্র ৫৬ বলে করেন ১০০ রান। নিউ জিল্যান্ডের কলিন মানরোর পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরির মালিক হয়ে রেকর্ড গড়লেন রোহিত। ম্যান অব দা ম্যাচ ও ম্যান অব দা সিরিজের দুটি পুরস্কারই যায় তার দখলে।
এই নিয়ে টানা ৬টি টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত।
বাংলাটুডে২৪/আর এইচ