rockland bd

বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৭৮১ : স্বাস্থ্যমন্ত্রী

0


নিজস্ব প্রতিবেদন, ঢাকা (বাংলাটুডে) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৭৮১ জন।
আজ সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি আরো জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার (আইএআরসি) ২০১৮ এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, আক্রান্ত ক্যান্সার রোগীর মধ্যে ১ লাখ ৮ হাজার ১৩৭ জন রোগী মৃত্যুবরণ করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাক, বায়ুসহ অন্যান্য দূষণ, অনিরাপদ খাদ্যাভ্যাসের কারণে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়লেও ‘গ্লোবাল এডাল্ট টোবাকো সার্ভে (জিএটিএস), ২০০৯ এবং জিএটিএস, ২০১৭-এর তুলনামূলক তথ্যচিত্রে দেখা যায় যে, তামাকের ব্যবহার কমে যাওয়ার ফলে ক্যান্সার রোগীর সংখ্যা ক্রমহ্রাস পাচ্ছে।
জাহিদ মালেক বলেন, জিএটিএস, ২০০৯ এ তামাক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪৩ দশমিক ৩ ভাগ যা জিএটিএস, ২০১৭ এ ৩৫ দশমিক ৩ ভাগে নেমে এসেছে। খবর : বাসস

রাশেদ/৩/৩/১৯

Comments are closed.