খেলা ডেস্ক, ইউ এন বি
ফিফার তিরস্কারে আবারও খবরের শিরোনামে দিয়েগো ম্যারাডোনা। এবার নকআউট পর্বে কলম্বিয়া-ইংল্যান্ড ম্যাচে দায়িত্বরত রেফারিকে কড়া সমালোচনা করে শিরোনামে এসেছেন ৮৬’র বিশ্বকাপ জেতা এই কিংবদন্তী ফুটবলার।

দিয়েগো ম্যারাডোনা
গ্যালারিতে তার অশোভন অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনা করেছিল ফিফা। এবার রেফারিকে নিয়ে তার মন্তব্যে আরও ক্ষুব্ধ হয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। রেফারিকে নিয়ে মন্তব্য করায় তাকে ‘তিরস্কার’ করেছে ফিফা।
ফিফার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হওয়ার সঙ্গে সঙ্গে ফিফার পণ্যদূত হয়েও কাজ করছেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী তারকা। সেই ম্যারাডোনাই কলম্বিয়া-ইংল্যান্ড ম্যাচে দায়িত্ব পালন করা রেফারি মার্ক গেইগারকে নিয়ে মন্তব্য করে বলেছেন, ‘আজকে আমি দেখলাম মাঠে কীভাবে নজিরবিহীন ডাকাতির ঘটনা ঘটলো। কলম্বিয়ার জনগণের কাছে আমি ক্ষমা চাইছি।’
তার এমন মন্তব্যের পর ক্ষুব্ধ ফিফা জানিয়েছে, ম্যারাডোনার কটাক্ষ যুক্তি পুরোপুরি ভিত্তিহীন। যেই খেলোয়াড় ফুটবল ইতিহাসকে নতুন করে লিখেছিল তার কাছ থেকে এমন মন্তব্য আসায় ফিফা সত্যিই দুঃখ প্রকাশ করছে।’
ম্যাচটির পর তীর্যক কণ্ঠেই ম্যারাডোনা সমালোচনা করেন রেফারির। তিনি বলেন, ‘ওদের পেনাল্টিটা পেনাল্টি ছিল না। কেইন ফাউল করেছিল। তিনি কেন ভিএআর ব্যবহার করলেন না।’
এর কয়েক দিন আগেও ফিফা ম্যারাডোনার কৃতকর্মের জন্যে বিবৃতি দিয়েছিল। দ্বিতীয়বার আবারও বিবৃতি দিয়ে তার কৃতকর্মের সমালোচনা করা হলো।
কলম্বিয়ার পক্ষে সাফাই গেয়ে তিনি বলেছেন, ‘রেফারি গিগারকে ম্যাচ পরিচালনার মতো দায়িত্ব দেওয়াই উচিত হয়নি। তার বেসবল সম্পর্কে জানাশোনা থাকলেও ফুটবল সম্পর্কে কোনও জ্ঞানই নেই। জয়টা যেখানে কলম্বিয়ার, সেখানে তার কারণেই টাইবেকারে হেরেছে দলটি।’
বাংলাটুডে২৪/এইচ এ