rockland bd

আফ্রিকার খনি থেকে পাওয়া গেল ৮৯ ক্যারেটের ‘হলুদ হীরা’

0

দ্য ডেক্কান ক্রনিকল


দক্ষিণ আফ্রিকান দেশ লেসোথোর এক খনি থেকে ৮৯ ক্যারেট ওজনের বিরল এক ‘হলুদ হীরার’ সন্ধান পাওয়া গেছে। এটির বাজারদর অন্তত ১ কোটি পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় যা এর মূল্য ১১০ কোটি টাকারও বেশি। খবরে বলা হয়, লেসোথোর মোথায়ে খনিতে বিরল এই হলুদ হীরার সন্ধান পাওয়া গেছে।

জানা গেছে, লুকাপা নামে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে মোথায়ে কিম্বেরলাইট এলাকায় খননকাজ শুরু করে লেসোথো সরকার।
লুকাপার মালিক স্টিফেন ওয়েদারাল জানান, সম্প্রতি খনি মুখের কাছে ২৫ ক্যারেট ওজনের হলুদ হিরের সন্ধান পাওয়া গিয়েছিল। এবার দক্ষিণ-পূর্ব অংশ থেকে ৮৯ ক্যারেট ওজনের এই হলুদ হীরার সন্ধান পাওয়া গেল। আমরা খুবই উচ্ছ্বসিত। প্রাপ্ত হিরেটির ৭০ শতাংশের অংশীদার লুকাপা নামে ওই বেসরকারি সংস্থাটি। বাকি ৩০ শতাংশ সরকারের। দক্ষিণ আফ্রিকা হীরার খনির দেশ হিসেবে পরিচিত। ১৯০৫ সালে স্যার থমাস কুলিনান সেখানে সবচেয়ে বড় খনিজ হীরার সন্ধান পেয়েছিলেন। ওই খনিজ হীরার ওজন ছিল ৩,১০৬ ক্যারেট।

বাংলাটুডে২৪/আর এইচ

Comments are closed.