rockland bd

শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় সরকারি উদ্যোগের সহযাত্রা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

0


জেলা প্রতিনিধি, ফরিদপুর (বাংলাটুডে) :

নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে রূপান্তর-খুলনা ও রাসিন-ফরিদপুর এর আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহায়তায় শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় সহযোগ ও উন্নয়নে সরকারি উদ্যোগের সহযাত্রা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা’র সভাপতিত্বে নাগরিক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ। আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি রুবাইয়াত হাসান, রূপান্তর এর মনিটিরিং কো-অর্ডিনেটর মো. রবিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আফজাল হোসেন, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফজলুল হক, জেলা পরিষদ এর সদস্য ও সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, ইসলামিক ফাউন্ডেশন নগরকান্দা শাখার প্রতিনিধি আ. কুদ্দুস, বিভিন্ন মসজিদের ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর সমূহের প্রতিনিধিগণ।

কে এম রুবেল/এবিএস

Comments are closed.