rockland bd

রাবিতে সরস্বতী পূজা উদযাপন

0

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পূজা উদযাপন হয়েছে। গতকাল রোববার সকালে পূজা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির পরিচালনা পর্ষদ ও শ্রীশ্রী সরস্বতী পূজা উদ্যাপন কমিটি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে সরস্বতী পূজা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
সভায় আলোচক ছিলেন ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক, অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।
কেন্দ্রীয় মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক বিশ্বনাথ শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব কুমার পান্ডে। আলোচনায় বক্তারা সরস্বতী পূজার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, বিদ্যাদেবী সরস্বতীর কল্যাণে সমাজে শিক্ষা, সাম্য ও অসা¤প্রদায়িক চেতনার আরো বিকাশ ঘটবে। সভার আগে রাজশাহীতে নিযুক্ত সহকারী হাইকমিশনার এ কে মিশ্র পূজা মন্ডপ পরিদর্শন শেষে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও বাণী অর্চনা অনুষ্ঠিত হয়।
রিজভী আহমেদ/বাংলাটুডে

Comments are closed.