rockland bd

সাদুল্লাপুরে গ্রাম পুলিশ পেল বাইসাকেল ও মোবাইল

0


জেলা প্রতিনিধি, গাইবান্ধা (বাংলাটুডে) :
মানুষ যখন আরাম আয়েশে ঘুমিয়ে পড়ে তখন গ্রাম পুলিশরা নিদ্রাহীন ভাবে পাহাড়া দেন। ঘুমিয়ে থাকা সেই মানুষদের জানমাল রক্ষা, ইউনিয়ন পরিষদ ও প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতায় দিন-রাত পরিশ্রম করে আসছে এই গ্রাম পুলিশরা।
তাদের নিরলস দায়িত্বার ফলশ্রুতিতে ও স্থানীয় শৃঙ্খলা রক্ষার্থে জামালপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে বাইসাইকেল ও মোবাইল ফোন প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার বিকেলে চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল আনুষ্ঠানিকভাবে ওই পরিষদের কর্মরত গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল ও মোবাইল ফোন তুলে দিয়েছেন। এসময় পরিষদের সচিব, মেম্বর ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

শাহজাহান সিরাজ/১১/২/১৯

Comments are closed.