খেলাডেস্ক : বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা প্রথম থেকেই খেলা ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করে আসছেন। প্রথম দু’ম্যাচে উত্তরসূরীদের পারফরম্যান্স হতাশ করলেও মঙ্গলবার (২৬ জুন) আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াইয়ে লিওনেল মেসিদের ঘুরে দাঁড়ানোয় বাঁধভাঙা উল্লাস করেছেন ম্যারাডোনা। ফুটবলের মতো পাগলামিটাও যেন তাঁর রক্তে আছে। বর্ণিল ফুটবল ক্যারিয়ারে মাঠে অসাধারণ শৈল্পিক নৈপুণ্য দেখিয়ে যেভাবে অগণিত মানুষের মন জয় করেছেন, তেমনি চক্ষুশূল হয়েছেন প্রথাগত রীতিনীতির অনুসারীদের। বিতর্ক আর কেলেঙ্কারিও হাত ধরাধরি করে হেঁটেছে তাঁর সাফল্যমণ্ডিত ফুটবল ক্যারিয়ারের সঙ্গে।
ম্যারাডোনা মানেই যেন তা-ই বিশেষ কিছু। ম্যারাডোনা মানেই উন্মাদনা। নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াইয়ে মাঠে মেসি-ডি মারিয়াদের দিকে যতটা নজর ছিল, গ্যালারিতে বসে তার চেয়েও হয়তো বেশি সাড়া জাগিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। তাঁর উড়ন্ত-প্রার্থনারত ভঙ্গি, উচ্ছ্বাস, হতাশা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে, কতটা প্রাণ দিয়ে তিনি ভালোবাসেন এই আকাশি-সাদা জার্সিধারীদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধে দুর্দান্ত গোলের পর আনন্দে যেন আত্মহারা হয়ে যান তিনি। দু’হাত প্রসারিত করে আকাশের দিকে তাকিয়ে উদযাপন করতে দেখা যায় ৮৬’র বিশ্বকাপজয়ী এই গ্রেটকে। তবে উদযাপনের আতিশয্যে তিনি খানিকটা অসুস্থ হয়ে পড়েন, সেজন্য তাকে হাসপাতালেও নেওয়া হয়।
বাংলাটুডে২৪/আর বি