rockland bd

বেগুন চাষে বিজলীর সংসারে সুখের বাতাস

0

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলার প্রাননাথ চরে পরিবেশ বান্ধব বেগুন চাষ করে ভাগ্য বদল করেছে বিজলী বেগম। তার সংসারে এখন সুখের বাতাস বইছে। উপজেলায় বেগুন চাষে সফল কিষাণী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে বিজলী।
সরেজমিনে গিয়ে কথা হয় বিজলী বেগম এর সাথে। সে জানায় তার ভাগ্য বদলের করুন গল্প। যে সময়ে তার হেসে খেলে পড়াশুনা করার কথা সেই সময় অভাবের কারনে তার পিতা হরিশ্বর গ্রামের জামায়াত আলী তাকে ৮ম শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে দেয় প্রানচর গ্রামের দিনমজুর মোঃ মঞ্জুরুল ইসলাম এর সাথে। বিয়ে কি তা বুঝে উঠার আগেই তাকে হাল ধরতে হয় সংসারের। এলাকায় কাজের অভাবে তার স্বামী প্রায় বসে থাকতো। সেই সময় তাদের খেয়ে না খেয়ে দিনকাটাতে হতো। এরই মধ্যে তাদের কোল জুরে এক মেয়ে ও এক ছেলে আসে। শশুর শাশুরি ও ছেলে মেয়ে নিয়ে ৬জনের সংসার চালান তার স্বামীর পক্ষে সম্ভব হচ্ছিলনা। অভাব তাদের নিত্য সঙ্গিহয়ে দাঁড়ায়। অভাবের কারনে সংসারের অশান্তি লেগেই থাকতো। অতিষ্ট হয়ে পড়ে বিজলী এ অবস্থার উত্তোরনের উপায় খুজে সে। তার অনেক স্বপ্ন ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। সেই স্বপ্ন পুরনের দ্বার খুলে দেয় আরডিআরএস বাংলাদেশ। আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত রি-কল প্রকল্প কাজ শুরু করে প্রাননাথ চর গ্রামে এবং বিজলী সেই প্রকল্পের সদস্য হয়। আরডিআরএস বাংলাদেশ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিবেশ বান্ধব সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহন করে। প্রশিক্ষণের পরে তার স্বামীর ২০ শতক জমিতে বেগুন চাষ করে। সে জমিতে কোন প্রকার রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ না করে ভার্মি কম্পোষ্ট, সেক্স ফেরোমন ট্রাপ, বিষ টোপ, ইত্যাদি প্রয়োগের ফলে উৎপাদন ভাল হয়। তার ২০ শতক জমিতে সার-বীজ,লেবারসহ খরচ হয়েছে ৪হাজার ৫শ টাকা ইতোমধ্যে সে ১৬ হাজার ৫শত টাকার বেগুন বিক্রয় করেছে। আরও বিক্রয় হবে। বেগুন চাষে বার্তি আয়ে তাদের সংসারে এখন সুখের বাতাস বইছে। মেয়েকে ৩য় শ্রেণী ও ছেলেকে শিশু শ্রেণীতে ভর্তি করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম জানান, বাংলাদেশ নদী মাতৃক দেশ, দেশের অধিকাংশ জনগোষ্ঠী প্রত্যন্ত চরা লে বসবাস করে । নদী ভাঙ্গন, বন্যা, খরা যেন তাদের নিত্য সঙ্গী। বন্যা ও নদী ভাঙ্গনের ফলে তাদের কৃষি উৎপাদনে বিঘ্ন ঘটে, ফলে অভাব তাদের পিছু ছাড়তে চায় না। তাই কৃষি বিভাগ থেকে প্রশিক্ষন ও পরামর্শ প্রদান করা হচ্ছে ধান চাষের পাশাপাশি বিষমুক্ত সবজি চাষের। অনেকে এখন সফল সবজি চাষি হিসেবে পরিচিতি পেয়েছে।
রাকিব/১০/২/১৯

Comments are closed.