rockland bd

নাটোরে পুলিশের র‌্যালি

0


নাটোর প্রতিনিধি (বাংলাটুডে) :

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ শ্লোগানকে সামনে রেখে নাটোরে পালিত হচ্ছে পুলিশ সেবা সপ্তাহ।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে এসপি অফিসের সামনে থেকে ডিসি মো. শাহরিয়াজ ও এসপি সাইফুল্লাহ আল মামুন নেতৃত্বে একটি র‌্যালি বের হয়।
র‌্যালিটি নাটোর-বগুড়া মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কানাখালী নাটোর সদর থানার সামনে এসে শেষ করা হয়। এতে এসপি সাইফুল্লাহ আল মামুন , জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড সাজেদুর রহমান খান ,নাটের পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, এএসপি সার্কেল আবুল হাসনাত, সদর থানার ওসি মো. কাজী জালাল উদ্দিন , নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা, ইউপি জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অপরদিকে লালাপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ও ওসি তদন্ত মনিরুল ইসলামের এর নেতৃত্বে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এম এম.আরিফুল ইসলাম/এবিএস

Comments are closed.