rockland bd

ব্রাজিল দলে কোন্দল!

0

খেলা ডেস্ক:
পেনাল্টি নাকচ হওয়া থেকে শুরু করে শেষ মুহূর্তের গোল ও সব শেষে কান্নায় ভেঙে পড়া- কোস্টারিকা বিরুদ্ধে ম্যাচে নেইমার হয়ে উঠেছিলেন মূল আলোচনার বিষয়। কিন্তু আরও একটা ঘটনা যে সেদিন ঘটিয়েছিলেন পিএসজি তারকা, সেটা জানিয়েছেন জাতীয় দলের পাশাপাশি তার ক্লাব সতীর্থ থিয়াগো সিলভা।

নেইমারের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ দেখিয়ে তিনি বলেন, ‘সে মাঠে আমাকে অপমান করেছে। নেইমারের আচরণে খুব দুঃখ পেয়েছি আমি।’
ব্রাজিলের এক টিভি চ্যানেলকে সিলভা জানিয়েছেন, ৮৩ মিনিটের মাথায় রেফারির নির্দেশে খেলা শুরু করার জন্য তিনি বিপক্ষের পায়ে বল তুলে দিতেই তাকে নাকি খুবই অপমানজনক ভাষায় আক্রমণ করেন নেইমার। সিলভা বলেন, ‘কোস্টারিকার ফুটবলারদের বল ছেড়ে দিয়েছিলাম বলে নেইমার খুব অপমান করে আমাকে। তার এই আচরণ খুব দুঃখজনক।’
ডিফেন্ডার সিলভা শুধু তার জাতীয় দলের সতীর্থ নন, পিএসজিতেও একই সঙ্গে খেলেন দু’জনে। তাই তাকে এমন আচরণ করতে দেখে বেশ অবাক হন সিলভা, ‘আমি তাদের বলটা ছেড়ে দিয়ে ভুল করিনি। কারণ, তখন খেলাটা দ্রুত শুরু করা দরকার ছিল।’
বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। প্রবল চাপে থাকা সেলেসাওদের ঘাম ঝরাতে হয় কোস্টারিকার বিরুদ্ধেও। অতিরিক্তি সময়ের দুই গোলে শেষ জয় পায় টিটের দল। ২৭ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে নেইমার-কৌতিনহোরা।

বাংলাটুডে২৪/আর এইচ

Comments are closed.