rockland bd

নওগাঁর রাণীনগরে উগ্রবাদ বিষয়ক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদীকরন ও সহিংস উগ্রবাদ প্রতিরোধ প্রকল্পের আওতায় মাদ্রাসা-মহাবিদ্যালয় পর্যায়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এই প্রতিযোগিতার আয়োজন করে। রবিবার শেরে-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গনে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ গ্রুপ ও বি গ্রুপ দুটি দল “কেবল নাগরিক সমাজই পারে উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে” এই বিষয়ের উপর পক্ষে ও বিপক্ষে যুক্তি খন্ডন করে। প্রতিযোগিতায় বিচারক মন্ডলীদের রায়ে এ গ্রুপ বিজয়ী হয়। প্রতিযোগিতায় নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খাঁনের সভাপতিত্বে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, নাজিরা খাতুন, অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খাঁন পথিক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের উপ-পরিচালক (গবেষণা) আশিক বণিক, গবেষণা কর্মকর্তা সানিয়া আক্তার, সমন্বয়ক আজিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন শেরে-এ বাংলা সরকারি সহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খাঁন পথিক। বির্তক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের সানজিদা আক্তার।

রহিদুল ইসলাম রাইপ/রাকিব

Comments are closed.