rockland bd

অভিবাসীদের কয়েক হাজার শিশু পিতা-মাতার থেকে বিচ্ছিন্ন

0

অভিবাসীদের কয়েক হাজার শিশু পিতা-মাতার থেকে বিচ্ছিন্ন

বিদেশ ডেস্ক
শনিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
যুক্তরাষ্ট্রের সরকারী তদন্তকারীরা জানিয়েছে যে ট্রাম্প প্রশাসন সম্ভবত আরও হাজার হাজার অভিবাসী শিশুদের তাদের পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন করেছেন। যুক্তরাষ্ট্রের হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস বা স্বাস্থ্য ও মানবিক পরিসেবা বিষয়ক সংস্থার ইন্সপেক্টর জেনারেলের রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়।
তবে কতজন শিশুকে তাদের মা-বাবার কাছ থেকে আলাদা করা হয়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি— কারণ এই তথ্য বা সংখ্যা সরকারের কাছেও সঠিক ভাবে নেই।
গত বছর যুক্তরাষ্ট্রের একটি আদালতের নির্দেশে কর্মকর্তারা জানিয়েছিলেন যে, আইনগত অভিভাবক অথবা বাবা-মা যারাই আমেরিকায় অবৈধ ভাগে প্রবেশ করেছে তাদের কাছ থেকে ২হাজার ৭শ ৩৭ জন কমবয়সী শিশুকে আলাদা করে নেওয়া হয়েছে.
ঐ রিপোর্টে আরও বলা হয় ২০১৭ সালে অনুপ্রবেশকারীদেরথেকে বিচ্ছিন্ন করা শিশুদেরএই গোনায় অন্তর্ভুক্ত করা হয়নি। সূত্র: ভয়েস অব আমেরিকা

আর এইচ

Comments are closed.