rockland bd

আবার বিয়ে করলেন সালমা

0

বাংলাটুডে বিনোদন ডেস্ক
শুক্রবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
‘ক্লোজআপ ওয়ান তারকা’ খ্যাত সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা আবার বিয়ে করেছেন। গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমের কাছে তিনি নিজেই তাঁর বিয়ের কথা জানান। গত বছরের শেষ দিনে ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে হয় সালমার ধানমণ্ডির বাসায়।

সালমার নতুন বরের নাম সানাউল্লাহ নূর। তিনি ঢাকা জজকোর্টের আইনজীবী। বর্তমানে তিনি লন্ডনে আছেন, সেখানে বার অ্যাট ল শেষ করে দেশে ফিরবেন শিগগির। তখন বিবাহোত্তর অনুষ্ঠান হবে বলে জানান সালমা।

সালমা বলেন, ‘চার মাস পর দেশে আসবেন সানাউল্লাহ। এরপরই আমাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান করা হবে। আমাদের প্রেমের সম্পর্ক ছিল না। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়।’

সালমার গান তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সবাই অনেক পছন্দ করেন বলে জানান তিনি। ২০১১ সালে রাজনীতিবিদ শিবলী সাদিকের সঙ্গে বিয়ে হয় সালমার। ২০১৬ সালের ২০ নভেম্বর বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এই সংসারে স্নেহা নামে সালমার ছয় বছরের একটি মেয়ে রয়েছে।
রাকিব

Comments are closed.