rockland bd

শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

0

বেনাপোল (যশোর) প্রতিনিধি
শুক্রবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:

যশোরের শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারী সংস্থা নিশানার সভাপতি শিশির কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল ওহাব, শার্শা উপজেলা বিআরডিবি সভাপতি ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ঝন্টু। এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, সাবিনা ইয়াসমিন, নিলুফা ইয়াসমিন, লাকী রাণী বিশ্বাস, তামান্না ইয়াসমিন লিজা, তোহিদুর রহমান, হাবিবুর রহমান, মনির হোসেন প্রমূখ। শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন।

মোঃ রাসেল ইসলাম/রাকিব

Comments are closed.