rockland bd

রায়গঞ্জে এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজকে সংবর্ধনা

0

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শুক্রবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
সিরাজগঞ্জের রায়গঞ্জে স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নে দেরাগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ভিপি আমিনুল ইসলাম শিহাবের সভাপতিত্বে প্রধান অতিথিকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়। এর আগে রুদ্রপুর কোদলা কবরস্থান দারুল হুদা হাফেজিয়া এতিমখানার পক্ষ থেকে ঐ প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা আকন্দ ইকবালের নের্তৃতে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রী কলেজ মাঠ চত্বরে অত্র কলেজের সভাপতি ফেরদৌস আলম তালেবের সভাপতিত্বে এমপি মহাদয়কে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সহ-সভাপতি গাজী রেজাউল করিম তালুকদার, সাধারণ সম্পাদক খন্দকার মোঃ শরিফুল আলম শরীফ, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ঝন্টু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল আক্তার, সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান সরকার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আরিফুর রহমান বাচ্চু, মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মোছাঃ মালিহা তাবাসসুম প্রমুখ। সংবর্ধণা সভায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ, ম্যানেজিং কমিটির সকল সদস্য বৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আতিক মাহমুদ আকাশ/রাকিব

Comments are closed.