rockland bd

আজকের ম্যাচে ব্রাজিলের নতুন অধিনায়ক থিয়াগো সিলভা

0

খেলা ডেস্ক:

সুইজারল্যান্ডের বিপক্ষে অধিনায়ক ছিলেন মার্সেলো। সেই ম্যাচে মেলে ১-১ গোলে হতাশার ড্র। ২২ জুন কোস্টারিকার বিপক্ষে জয়ের খোঁজে থাকা ব্রাজিল অধিনায়ক পরিবর্তন করে নামার সিদ্ধান্ত নিয়েছে।
কোস্টারিকার ম্যাচে অধিনায়কের বাহুবন্ধনী থাকবে থিয়াগো সিলভার জন্য। গত বছরের জুনে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারের ম্যাচে শেষবারের মতো দেশকে নেতৃত্ব দিয়েছিলেন পিএসজি ডিফেন্ডার।
২০১৬ সালে ব্রাজিলের কোচ হওয়ার পর থেকে এককভাবে কাউকে নেতৃত্বে রাখেননি কোচ টিটে। ম্যাচের গুরুত্ব ও প্রয়োজন বুঝে নেতৃত্বের ভার তুলে দিয়েছেন একেকজনের হাতে।
অধিনায়কত্ব যেন বাড়তি চাপ না হয়ে দাঁড়ায়, সেজন্যই এই ব্যবস্থা টিটের। তাই সুইসদের বিপক্ষে অধিনায়কত্ব করার পরের ম্যাচেই সরে যেতে হচ্ছে মার্সেলোকে।
এভাবে প্রায় প্রতি ম্যাচেই অধিনায়কত্ব পরিবর্তন করার কৌশল খাঁটিয়ে অবশ্য সমালোচনায়ও পড়ছেন টিটে। বারবার নেতৃত্ব পরিবর্তন করায় খেলায় অস্থিরতা বাড়ে বলে দাবি রিয়াল মাদ্রিদ ও ফ্লেমেঙ্গোর সাবেক তারকা দেজান পেটকোভিচের।
‘এভাবে আপনি বারবার অধিনায়ক পরিবর্তন করতে পারেন না। খেলোয়াড়দের জানতে হবে কে তাদের অধিনায়ক, আর কে সহ-অধিনায়ক।’
নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্রয়ের পর শুক্রবার কোস্টারিকা ম্যাচে জিততে মরিয়া ব্রাজিল। সেলেসাওরা পিটার্সবার্গে মাঠে নামবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বাংলাটুডে২৪/আর এইচ

Comments are closed.