rockland bd

খুলনার ডুমুরিয়ায় বাস খাদে : নিহত ৫

0

খুলনা প্রতিবেদক

খুলনার ডুমুরিয়ায় একটি বাস খাদে পড়ে ৫ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন – খুলনার কয়রা উপজেলার উত্তর খেওনা এলাকার শরিফুল ইসলাম (৩৮) ও মোস্তফা গাজী (৪০)। তবে বাকীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের বরাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানা পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি খুলনার কয়রা উপজেলা থেকে সদরে যাচ্ছিলো। পথে আরেকটি বাসকে সাইট দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের অধিকাংশ মাটিকাটার শ্রমিক। তারা ছাদে করে কাজে যাচ্ছিল।
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছে। আহতদের খুলনা মেডিতেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বাংলাটুডে২৪/আর এইচ

Comments are closed.