rockland bd

মেসির সাথে দেখা করে কী বললেন কোচ?

0

আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেয়ার পর পরই এডগার্দো বাউজা জানিয়েছিলেন, মেসিকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন তিনি। সেই লক্ষ্যে বার্সেলোনায় গিয়েছিলেন কোচ। কিন্তু সেখানে মেসির সাথে দেখা করার পর সাংবাদিকদের জানালেন, অবসরের ব্যাপারে কোনো কথাই হয়নি মেসির সাথে। প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে গাম্পার ট্রফিতে সাম্পাদোরিয়ার বিপক্ষে বার্সেলোনার হয়ে মাঠে নেমেছিল মেসি। ম্যাচটি মাঠে বসেই দেখেছেন বাউজা। বার্সেলোনার ৩-২ গোলে জয়ের এই ম্যাচে দারুণ খেলেছেন মেসি, জোড়া গোলও করেছেন। খেলা শেষে মেসির সাথে সাক্ষাৎ করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন মেসির বার্সেলোনা-সতীর্থ, আর্জেন্টাইন তারকা হাভিয়ের মাসচেরানোও। মেসির সাথে কী কথা হয়েছে? বাউজা জানালেন, ‘মেসির সাথে অবসরের ব্যাপারে কোনো কথা হয়নি। তবে ফুটবল নিয়ে কিছু কথা হয়েছে। কয়েকদিনের মধ্যেই আমি তাকে ফোন করব।’ আজ শুক্রবারই বাউজার আর্জেন্টিনায় ফেরার কথা রয়েছে। কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি।

Leave A Reply