rockland bd

বোচাগঞ্জে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

0

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
শুক্রবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বোচাগঞ্জে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও পতাকা দলীয় উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও একটি বর্ণাঢ্য র‌্যালী সেতাবগঞ্জ পৌর শহর ঘুরে সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, সহ-সভাপতি নইমুদ্দিন শাহ্, মোঃ জাফরুল্লাহ, যুগ্ন সম্পাদক এটিএম মামুন, শাহনওয়াজ, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আজাদ সরকার, সুব্রত কুমার অধিকারী, উপজেলা যুবলীগীগের সাধারণ সম্পাদক আসরাফ আলী তুহিন, সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মোঃ শেখ রানাসহ মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মোঃ আশিকুর ইসলাম/তামিম

Comments are closed.