rockland bd

নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূয়া ডাক্তারসহ দুই দোকানকে জরিমানা

0

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:

নারায়ণগঞ্জের বন্দরে ভ্রামম্যমান আদালত অভিযান চালিয়ে নূরুল ইসলাম (৫৫) নামে এক ভূয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা এবং ২টি বইয়ের দোকানে ৪ হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পিন্টু ব্যাপারীর নেতৃত্বে মদনপুর ইসলামিয়া সুপার মার্কেট ও বন্দর বাজার এলাকা এ অভিযান চালানো হয়।
ভূয়া ডাক্তার নূরুল আমিন ডাক্তারির কোন ধরনের সার্টিফিকেট ছাড়াই বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডস্থ ইসলামিয়া সুপার মার্কেটে মেসার্স নির্মান প্লট্রি কমপ্লেক্স নামে প্রতিষ্ঠান বসিয়ে র্দীঘদিন ধরে সেখানে অপচিকিৎসা করে আসছে। এ অপরাধে ভ্রাম্যমান আদালত ভূয়া ডাক্তার নূরুল ইসলামকে মেডিকেল ও ডেন্টাল আইনে ৪০ হাজার টাকা জরিমানা করে। পরে ভ্রাম্যমান আদালত বন্দর বাজার এলাকায় গাইড বই বিক্রির অপরাধে বিসমিল্লাহ বই বিতানকে ২ হাজার টাকা ও জামান বই বিতানকে ২ হাজার টাকা জরিমানা করে।
মোঃ মামুন মিয়া/রাকিব

Comments are closed.