rockland bd

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

ডেস্ক রিপোর্ট
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর

টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ দুপুরে জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
তিন বাহিনীর সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন এবং এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাও এ সময় বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের হত্যাকাণ্ডে শহীদ সবার রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতেও অংশ নেন।
পরবর্তীতে মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়াও বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন শেখ হাসিনা।

এসময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, আওয়ামী লীগের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী এবং বেসামরিক ও সামরিক বাহিনীর সংশ্লিষ্ট সচিবরা উপস্থিতি ছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সোমবার টানা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সেই সাথে তার নতুন মন্ত্রিসভার ৪৬ সদস্যও শপথগ্রহণ করেন।
সূত্র : ইউএনবি

Comments are closed.