rockland bd

সীমান্ত দেয়ালের খরচ বরাদ্দে ডেমোক্রেটদের প্রতি সমঝোতার আহবান ট্রাম্পের

0

সীমান্ত দেয়ালের খরচ বরাদ্দে ডেমোক্রেটদের প্রতি সমঝোতার আহবান ট্রাম্পের

বিদেশ ডেস্ক
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার খরচ বরাদ্দের জন্য কংগ্রেসের অনুমোদন এড়াতে জাতীয় দুর্যোগ ঘোষণার বদলে ডেমোক্রেট দলীয় আইনপ্রণেতাদের প্রতি সমঝোতার আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার রাতে ওভাল অফিস থেকে দেয়া ভাষণে তিনি বলেন বুধবারের বৈঠকে আসুন আমরা এ বিষয়ে একটি সমঝোতায় আসি এবং সরকারের কাজকর্ম আংশিক বন্ধ বা শাটডাউন অবস্থা তুলে নেই।
তিনি বলেন, ঐ দেয়াল তোলার খরচ মূলত সরাসরি না হলেও মেক্সিকোর সঙ্গে যে বানিজ্য চুক্তি হয়েছে তার মাধ্যমেই ব্যায় করা হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের ৭ মিনিটের মাথায় ডেমোক্রেটরা জবাব দেন। সেনেট মাইনরিটি নেতা চাক শুমার প্রেসিডেন্টকে বলেন, সবার আগে শাটডাউন তুলে নিন। তিনি বলেন, এর আগের প্রেসিডেন্টরা ওভাল অফিসকে মহান কাজে ব্যবহার করেছেন আর প্রেসিডেন্ট ট্রাম্প একটি সংকটকে উস্কে দিচ্ছেন ওভাল অফিস ভাষণের মাধ্যমে।
তিনি বলেন আগে শাটডাউন তুলে নিন। সীমান্ত নিরাপত্তার বিষয় নিয়ে আলাদাভাবে আলোচনা করা যাবে।
হাউজ স্পীকার ন্যান্সী পেলোসীও দ্রুত শাটডাউন তুলে নেয়ার আহবান জানান।

আর এইচ

Comments are closed.