rockland bd

মধুখালীতে কৃত্রিম প্রজননে ১ গাভীর ২টি বাচ্চা প্রসব

0

মধুখালীতে কৃত্রিম প্রজননে ১ গাভীর ২টি বাচ্চা প্রসব

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
মঙ্গলবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
ছাগলের সাধারনত ২ থেকে ৫টি বাচ্চা প্রসবের নজির আছে। গরুর ক্ষেত্রে এক থেকে অধিকের জন্মদান খুউব কম। কিন্ত ফরিদপুরের মধুখালীতে একটি গাভীর ২টি পুরুষজাতের বাচ্চা জন্মদানের খবর পাওয়া গেছে।
সরজমিনে জানা গেছে, উপজেলার রায়পুুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের মোঃ কাজী মোল্লিক সিন্দী জাতের একটি গাভীকে কৃত্রিম প্রজনন করান।
গতকাল সোমবার সকালে গৃহকর্তা গাভীটি বের করতে গেলে দেখেন গাভীর সাথে দুটি পুরুষ জাতের বাচ্চা (বাছুর) স্বাভাবিক অবস্থায় আছে। রাতে কখন গাভীটি বাচ্চা দুটি প্রসব করেছে সেটা বাড়ীর কেউ বলতে পারেন না। গাভীর বাচ্চা দুটি বর্তমানে ভাল আছে ।।

শাহজাহান হেলাল/আর এইচ

Comments are closed.