রিও অলিম্পিকে হতাশা কাটছে না বাংলাদেশী অ্যাথলেটদের। শ্যুটার আবদুল্লাহ হেল বাকি ও আর্চারি শ্যামলীর দেখানো পথে হাঁটলেন মাহফিজুর রহমান সাগর। সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের এই অ্যাথলেট। আর ৮৫ জনের মধ্যে তার অবস্থান ৫৪তম। ৫০ মিটার ফ্রি স্টাইলে সাগরের সেরা টাইমিং ছিল ২৩ দশমিক নয়-তিন সেকেন্ড। আর অলিম্পিকের হিটে তিনি সময় নেন ২৩ দশমিক নয়-দুই সেকেন্ড। পরের রাউন্ডে জায়গা পেয়েছেন ১৬ জন। এর মধ্যে রোমেনিয়ার নরবার্ত ট্র্যান্ডাফির ২২ দশমিক এক-শূন্য সেকেন্ড সময় নিয়ে ১৬তম হয়ে কোয়ালিফাই করেন। আর হিটে সেরা টাইমিং করেন ইউক্রেনের আন্দ্রিয়া হোভোরভ। সময় নেন ২১ দশমিক চার-নয় সেকেন্ড।
আগের সংবাদহীরার খনিতে এটি কী?
পরের সংবাদ রোবট নাচে চীনের নতুন রেকর্ড (ভিডিওসহ)