rockland bd

ঐক্যফ্রন্টের কেউ শপথ নেবেন না, বৈঠকে সিদ্ধান্ত

0

ঐক্যফ্রন্টের কেউ শপথ নেবেন না, বৈঠকে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রবিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
নির্বাচনে বিজয়ী গণফেরামের দুই প্রার্থী শপথ নিচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ। তারা বলছেন, এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে ড. কামাল হোসেনের উদ্বৃতি যে সংবাদ পরিবেশ করা হয়েছে তা সঠিক নয়।
আজ রবিবার বেলা পৌনে ১২ টায় রাজধানীর মতিঝিল ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত বৈঠক শেষে নেতৃববৃন্দ এ কথা জানান। তারা জানান, ঐক্যফ্রন্টের ৭ প্রার্থীর কেউ-ই শপথ গ্রহণ করছেন না।
বৈঠক শেষে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘ঐক্যফ্রন্টের কেউ এই সংসদে শপথ নিতে যাচ্ছে না, যাবে না।’
তিনি বলেন, গণমাধ্যমে ঐক্যফ্রন্ট ভাঙার যে খবর বেরিয়েছে সেটি সঠিক নয়। আমাদের ঐক্য ছিলো, এখনো আছে এবং থাকবে। আমরা একসঙ্গে মিটিং করছি, আগামীতেও একসঙ্গেই থাকবো।
বৈঠকে উপস্থিত ছিলেন- ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

আর এইচ

Comments are closed.