rockland bd

নেত্রকোনায় বাস ও সিএনজির সংঘর্ষে মা ছেলে নিহত

0

নিহত মোমেন (৬)।

নেত্রকোনা প্রতিনিধি
রবিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
নেত্রকোনায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন। আজ রবিবার সকাল ৮টায় নেত্রকোনা-মদন সড়কের গদাইকান্দা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মা তানিয়া আক্তার (৩০) ও ছেলে মোমেন (৬)। তারা আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের হাবিব মিয়ার স্ত্রী ও সন্তান। তানিয়ার মেয়ে হাবিবাসহ (১২) দুইজন আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে নেত্রকোনা থেকে ৬জন যাত্রী নিয়ে একটি সিএনজি আটপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় মদন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সাথে গদাইকান্দা নামক স্থানে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি যাত্রী তানিয়া আক্তার ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তানিয়ার ছেলে ও মেয়েকে মুমুর্ষ অবস্থায় নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু মোমেনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত হাবিবাকে মূমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন জানান, নিহতদের লাশের ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খলিলুর রহমান শেখ/আরএইচ

Comments are closed.