rockland bd

৭৫ বছর বয়সেও বৃদ্ধ লতিফ বয়স্কভাতা কার্ড পাননি

0

dav

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি
শনিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
বৃদ্ধর নাম আব্দুল লতিফ। তার ভাষ্যমতে বয়স ৭৫। সে উপজেলার নন্দনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা। পিতা মৃত অছিমদ্দি প্রামানিক। কোন পুত্র সন্তান নেই। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। ডান চোখ অন্ধ। কানেও শোনেনা। জমি-জমা নেই। বসত ভিটায় একটা ছাপড়া ঘর আছে। ভিক্ষাবৃতি করে দিন কাটায়। আক্ষেপের সুরে বললেন, তার কোন বয়স্কভাতা কার্ড নেই।
এ ব্যাপারে নন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন জানান, বিষয়টি আমি দেখছি।

আব্দুদ দাইন/আর এইচ

Comments are closed.