rockland bd

সংসদে যোগ দিতে পারেন গণফোরামের নির্বাচিত দুজন : ড. কামাল

0

ড. কামাল হোসেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শনিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
একাদশ জাতীয় সংসদে গণফোরামের দুই বিজয়ী প্রার্থী শপথ নিতে পারেন। এ বিষয়ে গণফোরাম ইতিবাচকভাবে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেন, ‘আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছি, কিন্তু এমন নির্বাচনের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের দুই প্রার্থী যেভাবে সফল হয়েছেন তা তাদের বিরাট অর্জন। তাই তাদের সংসদে পাঠানোর বিষয়ে আমরা ইতিবাচকভাবে চিন্তাভাবনা করছি।’
শনিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে গণফোরামের এক বর্ধিতসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল এসব কথা বলেন।
তিনি মনে করেন, তাদের দলের দুই সংসদ সদস্য জাতীয় সংসদে যোগ দিলে তা নিয়ে জোট সঙ্গী বিএনপির সাথে কোনো সমস্যার সৃষ্টি হবে না। যদিও বিএনপি সংসদে না যাওয়ার বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।
ড. কামাল বলেন, তাদের দুই সংসদ সদস্য শপথ নেয়ার পর সংসদে ইতিবাচক ভূমিকা পালন করতে পারবেন।
তবে তিনি আরও জানান, সরকারের ওপর চাপ সৃষ্টি করতে জাতীয় ঐক্যফ্রন্ট অটুট থাকবে।
এক প্রশ্নের জবাবে গণফোরাম সভাপতি বলেন, ভোট জালিয়াতির গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তারা নির্বাচন নিয়ে আদালতে যেতে পারেন।

আর এইচ

Comments are closed.